আপডেট : ০১ June ২০১৮
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দুর্নীতিবাজদের রাজনীতিতে ফিরিয়ে আনার চক্রান্ত করছে বিএনপি। শুক্রবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা রেল বাজার কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার জামিন মঞ্জুর করার পর বিএনপির নেতাকর্মীরা মিষ্টি খান, আর জামিন স্থগিত হলেই তারা সরকারকে গালি দেন। এই দ্বৈত নীতি গণতন্ত্রের জন্য ভালো নয় বলেও উল্লেখ করেন তিনি। বিচার বিভাগ নিয়ে এই দ্বৈত নীতি গনতন্ত্রের জন্য ভালো নয় বলে মন্তব্য করেন তিনি। বিএনপির পছন্দসই বিচারপতির আদালতেই খালেদা জিয়া দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন বলেও মন্তব্য করেন ইনু।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১