আপডেট : ০১ June ২০১৮
এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ১০ পর্বে ধারাবাহিক ‘নসু ভিলেনের সংসার’। এটি ২০১৭ সালের ঈদুল ফিতরে প্রচারিত ‘নসু ভিলেন’ নাটকের সিক্যুয়াল। নাটকটি ঈদের দিন থেকে ১০ম দিন পর্যন্ত রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আল মনসুর, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, আরফান আহমেদ, নাদিয়া নদী, তানজিকা আমিন, শাহানাজ খুশি প্রমুখ। তিন ভাই নওশের আলী, সমশের আলী ও জমশেদ আলী। গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাবা মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিই তাদের একমাত্র আয়ের পথ। তিন ভাই-ই কম-বেশি অলস কর্মবিমুখ। বড় ভাই সমশের কানে কম শোনে, তাই তার কানে মেশিন লাগানো। কিন্তু ঠসা বললে ক্ষেপে যায়। মেজো ভাই জমশেদ চোখে কম দেখে সেজন্য পাওয়ারফুল চশমা পরে সব সময়। তাকে অবশ্য জমশেদ কানা বললে রাগ করে না। নসু সখের যাত্রাদলে ভিলেনের অভিনয় করে তাই এলাকায় তার পরিচিতি নসু ভিলেন নামে। স্বাভাবিক কথার মধ্যেও নিজের অজান্তেই ভিলেনের সংলাপের সুর চলে আসে। এ কারণে প্রেমিক বধূও রাতে এক ঘরে থেকে ভয় পায়। তিন ভাইয়ের মধ্যে কার বউ বেশি সুন্দরী এ নিয়ে প্রতিযোগিতা এবং কম-বেশি বচসা ঝগড়া প্রায় প্রতিদিনের ঘটনা। পক্ষান্তরে বউদের মধ্যেও একই ধরনের দ্বন্দ্ব রয়েছে, কোন ভাই সবচেয়ে সুদর্শন। বউয়ে বউয়েও এ নিয়ে ঝগড়া বাঁধে। এলাকার মানুষজন বেশ উপভোগ করে। নসু ভিলেন বড় ভাবির সুন্দরী বোনকে বিয়ে করে আনার পর মধুচন্দ্রিমা কাটতে না কাটতেই শুরু হয় দ্বন্দ্ব। কখনো ভাইয়ে ভাইয়ে, কখনো বউদের মধ্যে। কখনো আবার দুই বোন এক হয়ে মেজো বউয়ের বিরুদ্ধে। এসব অশান্তিতে নসুও অতিষ্ঠ হয়ে ওঠে। ইদানীং প্রায়ই তাই বউয়ের সঙ্গে ঝামেলা ঠোকাঠুকি বেঁধে যায়। স্ত্রী তাকে বাবার বন্দুকের ভয় দেখায়। নসু ভিলেনের হাসি দিয়ে বলে তোকে মারতে আমার বন্দুক লাগবে না। তার এই ভিলেনি সংলাপই কাল হয়। রাগে ভয়ে ঘর ছেড়ে চলে যায় স্ত্রী। শুরু হয় নতুন জটিলতা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১