বাংলাদেশের খবর

আপডেট : ৩১ May ২০১৮

শিগগিরই সিনেমার কাজ শুরু করব

পরিচালক রিদম খান শাহীন সংরক্ষিত ছবি


রুহুল আমিন ভূঁইয়া

নির্মাতা রিদম খান শাহীন দশটি একক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রচারের অপেক্ষায় রয়েছে ধারাবাহিক ‘চার দেওয়ালের বাইরে’ ও খণ্ডনাটক ‘দৃষ্টির আড়ালে’। ‘দেশের সন্তান’, ‘চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে’, ‘ভালোবাসার অপূর্ণতা’ শিরোনামের নাটকের চিত্রায়ণ শুরু করবেন শিগগিরই।

সম্প্রতি বেগম রোকেয়া সম্মাননা-২০১৮ পেয়েছেন রিদম খান শাহীন। ২০০৬ সালে আত্মপ্রকাশ করেন পরিচালক হিসেবে। তার পরিচালিত প্রথম নাটকের নাম ‘বিবেক’। তারপর পরিচালনা করেছেন ৭০টির মতো নাটক। বর্তমান ব্যস্ততা সম্পর্কে শাহীন বলেন, ‘ঈদের কাজ নিয়ে ব্যস্ত আছি। হাতে এখন বেশ কিছু নাটক আছে। সেগুলোর কাজ শেষ করব।’

দর্শক গ্রহণযোগ্যতার বিষয়টি কীভাবে চিন্তা করেন? জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বরাবরই নিজেদের জীবনের সঙ্গে মিলে যাওয়া গল্পগুলোকেই বেশি গ্রহণ করি। আমার নাটকগুলো সেই ভাবনা থেকেই নির্মাণ করা। সামনে আমার পরিচালিত নাটকগুলোর গল্পে ভিন্নতা আছে, নতুনত্ব আছে। আর দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই নাটক নির্মাণ করি।’

২০১৯ সালের শুরুর দিকে সিনেমার কাজ শুরু করবেন রিদম খান শাহীন। যৌথ প্রযোজনার ছবি বানানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি। অভিনেতা-অভিনেত্রীদের শিডিউল নিয়ে আসছে বছরের শুরুতেই কাজ শুরু করতে চান। শাহীন বলেন, ‘বড়পর্দায় কাজ করার সময় চলে এসেছে। ভিন্ন পরিকল্পনা নিয়ে আমরা বেশ কিছু ছবি নির্মাণ করব। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেব। বিশেষ দিবসে ছোটপর্দার জন্য নির্মাণ অব্যাহত থাকবে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১