আপডেট : ৩০ May ২০১৮
সাভারের ও কক্সবাজারে শীর্ষ দুই মাদক ব্যবসায়ী বন্দুকযুদ্ধে নিহত। কক্সবাজারে মো. মজিবুর রহমান ও ঢাকার ভাষানটেক এলাকার আতাউর রহমান নামে দুইজন মধ্যরাতে র্যবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। তারা দুইজনই শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন বলে দাবি করেছেন র্যাব । মজিবুরের নামে মাদকসহ বিভিন্ন অপরাধে অন্তত ১০টি মামলা রয়েছে এবং আতাউর রহমান ওরফে আতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাসহ ২০টির মতো মামলা রয়েছে। র্যাব-৭-এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন বলেন, ঘটনাস্থল থেকে মজিবুরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে র্যাব। এ ছাড়া সেখান থেকে ছয় হাজার পিচ ইয়াবা, একটি দেশি ওয়ান শুটারগান, তিনটি গুলি, দুটি গুলির খালি খোসা উদ্ধার করে র্যাব।
র্যাব কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, সাভারে ঘটনাস্থল থেকে ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। ইয়াবার পরিমাণ ১৮ থেকে ২০ হাজার হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১