আপডেট : ২৯ May ২০১৮
এবার রোহিঙ্গা শিবিরে হাজির হয়েছেন সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। রোহিঙ্গাদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে কক্সবাজারের উখিয়া শিবিরে পৌঁছেছেন তিনি। বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন আঁখি আলমগীর নিজেই। তিনি বলেন, ‘এই মুহূর্তে উখিয়া বাজারে অবস্থান করছি। ঠিকঠাক মতোই পৌঁছে গেছি। আমাদের সংগৃহীত অর্থ নিয়ে রোহিঙ্গা শিবিরে এসেছি। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ত্রাণ বিতরণ করা হবে। সবার কাছে দোয়া চাই।’ আঁখি আলমগীর জানান, রোহিঙ্গাদের জন্য অর্থ সংগ্রহের জন্য ইংল্যান্ডের ম্যানচেস্টারে এক কনসার্টের আয়োজন করা হয়েছিল। ১৩ মে এ কনসার্টটির আয়োজন করেছিল ইকবাল ব্রস ফাউন্ডেশন। সেখানে প্রায় এক লাখ ১১ হাজার পাউন্ড অর্থ সংগ্রহ করা হয়েছিল। সেই কনসার্টে পারফর্ম করেছিলেন আঁখি আলমগীর। আঁখি আলমগীরের এমন মহৎ উদ্যোগের প্রশংসা করছেন সোশ্যাল নেটিজেনরা। পাশাপাশি এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সঙ্গীতাঙ্গনের তারকা শিল্পীরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১