আপডেট : ২৯ May ২০১৮
অভিনেতা শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, সাজু খাদেম ও শাহরিয়ার নাজিম জয়। ইত্যাদিতে তর্কযুদ্ধে নেমেছেন তারা। ইত্যাদির একটি আলোচনা পর্বে অংশ নিয়েছেন তারা। এ আলোচনার মাধ্যমে গণমাধ্যমের চারটি বিশেষ অঙ্গনের একাল-সেকালের চিত্র তুলে ধরা হবে। শুধু তাই নয়, প্রথমবারের মতো বাদ্যের তালে ছন্দে কথা বলবেন এসব তারকারা। এই ব্যতিক্রমী পর্বে শিল্পীরা যেমন আনন্দ পেয়েছেন, দর্শকরাও তেমনি শিল্পীদের অভিনয়, বিষয় ও পরিবেশনায় ভিন্ন স্বাদ পাবেন। বাড়ির দর্শকরাও এই ব্যতিক্রমী পরিবেশনাটি যথেষ্ট উপভোগ করবেন। এমনটাই জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’ নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় থাকছে কেয়া কসমেটিকস লিমিটেড। ঈদের আনন্দ বাড়িয়ে দিতে প্রতিবছরই বিটিভির অনুষ্ঠানসূচিতে থাকে ‘ইত্যাদি’। এবার তার ব্যতিক্রম হয়নি। ঈদের দ্বিতীয় দিন বিটিভিতে প্রচার হবে জনপ্রিয় অনুষ্ঠানটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১