বাংলাদেশের খবর

আপডেট : ২৮ May ২০১৮

কৃষকের ঈদ আনন্দ

‘কৃষকের ঈদ আনন্দ’ এবার ধারণ করা হয়েছে সিরাজগঞ্জে সংরক্ষিত ছবি


টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ এবার ধারণ করা হয়েছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খুটিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। অনুষ্ঠানটি পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ বলেন, চলনবিল এলাকায় কৃষি বৈচিত্র্যের সঙ্গে জড়িয়ে আছে লোকজ সংস্কৃতির বহুমাত্রিক উপকরণ। গ্রামীণ সংস্কৃতির নানা ধারা ও কৃষকের যাপিত জীবনের গল্পের বুননে সমৃদ্ধ করার প্রচেষ্টা এবারের কৃষকের ঈদ আনন্দ।

এবারো কৃষকের ঈদ আনন্দে থাকবে নতুন অনেক খেলা ও গল্পের আয়োজন। বালিশ লড়াই, তৈলাক্ত কলাগাছে ওঠা, পাওয়ার টিলার রেসের পাশাপাশি মামা-ভাগ্নের অবাক করা দৌড়, বর সাজবে বৌয়ের হাতে, চাড়ি বাইচ, বল গড়িয়ে কোথায় যায় দৌড়ে ধরি তিনজনায় নামের বিচিত্র সব খেলা থাকবে এবারের আয়োজনে। থাকবে দেশ-বিদেশের কৃষি ও কৃষককে নিয়ে নানা প্রতিবেদন।

ঈদুল ফিতরের পরদিন বিকাল ৪টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে অনুষ্ঠানটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১