আপডেট : ২৭ May ২০১৮
ব্যাংক খাতের কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোক্তা এএফএম মাহফুজ-উল হাসান শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোক্তা এএফএম মাহফুজুল হাসানের কাছে ৩৬ হাজার ৭৪১টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে তিনি ২০ হাজার শেয়ার বিক্রি করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে পাবলিক মার্কেটে ডিএসইর মাধ্যমে এসব শেয়ার বিক্রি শেষ করতে হবে। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের মোট শেয়ারের মধ্যে ৩৬ দশমিক ৬২ শতাংশ উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে। এছাড়া ২৩ শতাংশ শেয়ার প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৪০ দশমিক ৩৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫০৯ কোটি ৬৫ লাখ টাকা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১