বাংলাদেশের খবর

আপডেট : ২৭ May ২০১৮

এই দিনে

দার্শনিক ইবনে খালদুন ইন্টারনেট


১৩৩২ : গণিতবিদ ও দার্শনিক ইবনে খালদুনের জন্ম।

১৬৭৯ : ব্রিটেনে হ্যাভিয়াস কার্পাস আইন প্রবর্তন।

১৭৬৭ : কলকাতায় প্রথম প্রটেস্ট্যান্ট গির্জা নির্মিত হয়।

১৮৫২ : ইংরেজ ক্রিকেটার বিলি বার্নসের জন্ম।

১৮৮৩ : তৃতীয় আলেকজান্ডার রাশিয়ার রাজা হন।

১৯১০ : নোবেল পুরস্কার বিজয়ী জার্মানির জীববিজ্ঞানী রবার্ট কখের মৃত্যু।

১৯৫২ : ইউরোপীয়  প্রতিরক্ষা গোষ্ঠী গঠিত হয়।

১৯৩০ : স্পেনীয় কথাসাহিত্যিক গ্যাব্রিয়েল মিরোর মৃত্যু।

১৯৬৪ : ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যু।

১৯৮৯ : মিয়ানমারের সামরিক শাসকগোষ্ঠী বার্মার নাম পরিবর্তন করে রাখে দ্য ইউনিয়ন অব মিয়ানমার।

 

ক্রিকেটার বিলি বার্নস  

ইংরেজ ক্রিকেটার উইলিয়াম বিলি বার্নস ১৮৫২ সালের ২৭ মে নটিংহ্যামশায়ারের সাটন-ইন-অ্যাশফিল্ড এলাকায় জন্মগ্রহণ করেন। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য বার্নস মূলত অল-রাউন্ডার ছিলেন। ডানহাতি ব্যাটসম্যান ও ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে তিনি পারদর্শিতা দেখিয়েছেন। ঘরোয়া কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ার ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করেন। বিশ্বে তিনিই একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার, যার মুখে কোনো দাঁত ছিল না এবং এর কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি।

বিলি বার্নস ১৮৮০ থেকে ১৮৯০ সাল পর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেন। ১৮৮০ সালের ৬ সেপ্টেম্বর লন্ডনের কেনিংটন ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। প্রথম ইনিংসে ২৮ ও দ্বিতীয় ইনিংসে ৫ রান তোলেন তিনি। এ ছাড়াও উইলিয়াম মোলের উইকেট নিয়েছিলেন তিনি। সেই খেলায় ইংল্যান্ড ৫ উইকেটে জয়লাভ করে। ১৮৯৫ থেকে ১৮৯৮ সালের মধ্যে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের গ্রাউন্ডস্টাফ ছিলেন তিনি। এ ছাড়া আম্পায়ার হিসেবেও তার সুখ্যাতি আছে। ১৮৯০ সালে উইজডেন কর্তৃক বর্ষসেরা ক্রিকেটার হিসেবে মনোনীত হন। ১৮৯৯ সালের ২৪ মার্চ তার দেহাবসান ঘটে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১