আপডেট : ২৬ May ২০১৮
দ্বিতীয়বারের মতো বৈঠক করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার নেতা মুন জায়ে ইন। শনিবার উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক এলাকা পানমুনজম গ্রামে এ বৈঠক করেছেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতারা। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার শীর্ষ বৈঠকের সম্ভাবনা পুনরুজ্জীবিত করতেই দেশ দুটির নেতারা এ সাক্ষাতে মিলিত হয়েছেন বলে জানা যায়। রোববার সকালে এই বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানাবেন দক্ষিণ কোরিয়ার নেতা। ১২ জুন সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিমের বৈঠক হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার তা বাতিল করেন ট্রাম্প। কিন্তু পরে বৈঠকটি হওয়ার সুযোগ এখনও আছে বলে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এক টুইট বার্তায় জানিয়েছিলেন, আগামী ১২ জুন সিঙ্গাপুরে কিম জং-উনের সঙ্গে বৈঠক হতে পারে। পরে তিনি তা বাতিল করেন। কিম জং-উনের সঙ্গে বৈঠক বাতিলের কারণ হিসেবে উত্তর কোরিয়ার ‘প্রকাশ্য শত্রুতার’ কথা উল্লেখ করেছিলেন ট্রাম্প। বৈঠকের জন্য উত্তর কোরিয়াকে কিছু শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছিলেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১