বাংলাদেশের খবর

আপডেট : ২৬ May ২০১৮

বিহারী ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে আটক দেড় শতাধিক

বিহারী ক্যাম্পে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে দেড় শতাধিক আটক সংগৃহীত ছবি


রাজধানীর মোহাম্মদপুর বিহারী ক্যাম্পে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) মাদকবিরোধী অভিযানে দেড় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। অভিযানে ডগ স্কয়ার্ড ব্যবহার করা হচ্ছে।

শনিবার বেলা পৌনে ১২টা থেকে এই অভিযান শুরু হয়। র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাব ৬ এর সদস্যরা এ অভিযানে অংশ পরিচালনা করছেন। সকাল থেকে বিপুলসংখ্যক র‍্যাব সদস্য পুরো জেনেভা ক্যাম্প ঘিরে ফেলেন। র‍্যাবের বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেটও সেখানে রয়েছেন।

মুফতি মাহমুদ জানান, জেনেভা ক্যাম্পে প্রচুর মাদকসেবী রয়েছে। আমাদের কাছে তালিকা রয়েছে যারা মাদক ব্যবসার সাথে জড়িত। পাশাপাশি জনসচেতনা বৃদ্ধিতে আমরা লিফলেটও বিতরণ করছি। অভিযানে বেশ কয়েকজনকে আটক করেছি। তাদেরকে যাচাইবাছাই করা হবে। যাদের সনাক্ত করা হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১