আপডেট : ২৬ May ২০১৮
জুতার তলায় বিশেষ কৌশলে রাখা এক কেজি সোনার বার নিয়ে ভারতগামী পাসপোর্টধারীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা সদস্যরা। গতকাল শুক্রবার দর্শনা সীমান্তের জয়নগর চেকপোস্ট থেকে ৯টি সোনার বারসহ যাত্রী আবদুল মোতালেবকে (৫২) আটক করা হয়। চোরাচালানি মোতালেব গাজীপুরের টঙ্গীর আনিছপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের বেনাপোল সার্কেলের রাজস্ব কর্মকর্তা ছবি রানী দত্ত জানান, দর্শনা চেকপোস্ট দিয়ে সোনার একটি চালান ভারতে যাবে- এমন সংবাদ ছিল আমাদের কাছে। এ খবরের ভিত্তিতে বেনাপোল কাস্টমসের নির্দেশে আট সদস্যের একটি টিম শুক্রবার সকাল থেকেই চেকপোস্টে অবস্থান করছিল। সকাল ১০টায় আবদুল মোতালেব চেকপোস্টে এলে তাকে আটক করে কাস্টমস অফিসে রাখা হয়। পরে দুপুরে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি শেষে পায়ের জুতার তলা থেকে ৯টি সোনার বার উদ্ধার করা হয়। জব্দকৃত সোনার ওজন এক কেজি। যার বাজারমূল্য অর্ধকোটি টাকা। আটক মোতালেবকে বিকালে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১