আপডেট : ২৫ May ২০১৮
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী আকতার কামালের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তিনি কক্সবাজারে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদ সদস্য। আকতার কামাল উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির বেয়াই। পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। তবে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার কামালকে তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ভোরে দরিয়ানগর ব্রিজ এলাকায় যায়। সেখানে সড়কের পাশে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ দেখা যায়। পরে স্থানীয়রা এসে লাশটি এমপি বদির বেয়াই আখতার কামালের বলে শনাক্ত করে। ওসি আরো বলেন, লাশের পাশে এক হাজার ইয়াবা, একটি এলজি ও চারটি গুলি পড়েছিল। প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলিতে আকতার কামাল নিহত হয়েছেন বলে পুলিশের ধারণা। সরকারের ঘোষণা মোতাবেক, সারা দেশে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। এনিয়ে ছয়দিনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অর্ধশতাধিক সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১