বাংলাদেশের খবর

আপডেট : ২৪ May ২০১৮

গোপালগঞ্জে টিসিবির পণ্যের দাম বেশি

রমজান উপলক্ষে গোপালগঞ্জে টিসিবির মূল্য তালিকা সংরক্ষিত ছবি


রমজান উপলক্ষে গোপালগঞ্জেও টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। কিন্তু বেশকিছু পণ্য বর্তমান বাজারদর থেকে বেশি দামে বিক্রি করছে টিসিবি। আবার অনেক পণ্যের দাম বাজারমূল্যের সমান। দামের তারতম্যের কারণে অন্যান্য বছরের মতো টিসিবির পণ্য বিক্রি হচ্ছে না বললেই চলে।

প্রতিবছরই রমজান মাস উপলক্ষে সরকার বাজার স্থিতিশীল রাখতে টিসিবির ডিলারদের মাধ্যমে নিত্যপণ্য বিক্রি করে থাকে। তুলনামূলক সস্তা হওয়ায় টিসিবির পণ্য কিনতেই গ্রাহকদের আগ্রহও থাকে বেশি। কিন্তু এবার গ্রাহকরা টিসিবির দোকানমুখী হচ্ছেন না। গত বছরও পণ্য কিনতে লাইনে দাঁড়াতে হয়েছে ভোক্তাদের। এবার একেবারেই ফাঁকা টিসিবির দোকানগুলো। এক দিন পণ্য তুলে ডিলাররা তা ৩-৪ দিন ধরে বিক্রি করছেন। 

টিসিবির দোকানে ছোলা, মসুর ও খেঁজুরের দাম স্থানীয় বাজার থেকে কেজিপ্রতি ৫-১০ টাকা বেশি। তবে বর্তমান বাজারদরেই বিক্রি হচ্ছে চিনি ও তেল। আবার কোনো কোনো ক্ষেত্রে একটু কম। তবে দামে পার্থক্যের কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি ডিলাররা।

টিসিবি ডিলার বুলবুল আলম ও দিপক সাহা বলেন, ‘আমরা খুব সমস্যায় রয়েছি। বাজারমূল্যের চেয়ে কোনো কোনো পণ্যের দাম বেশি। দুই দিনের পণ্য তুলে তা বিক্রি করতে চার দিন সময় লাগছে।’ তবে টিসিবির পণ্যের গুণগতমান ভালো বলে জানালেন ডিলাররা। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১