বাংলাদেশের খবর

আপডেট : ২৪ May ২০১৮

সরব দোলন দে

অভিনেত্রী দোলন দে সংরক্ষিত ছবি


দোলন দে। ছোটপর্দার পরিচিত মুখ। সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠানের মাধ্যমে শোবিজে পা রাখেন তিনি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে জায়গা করে নিয়েছেন শোবিজে। বর্তমানে একাধিক ধারাবাহিক ও একক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। পাশাপাশি বেশ কিছু ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি। দোলন জানান, টানা দুই মাস কাজগুলোর চিত্রায়ণ হয়েছে। প্রতিটি কাজে ভিন্ন চরিত্রে দর্শক দেখতে পাবে তাকে।

এরই মধ্যে দোলন শেষ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাভ ফিউশন’। এটির গল্পও লিখেছেন দোলন। পরিচালনা করেছেন রায়হান খান। এতে দোলনের বিপরীতে রয়েছে কাজী আসিফ। ‘আনমেরিড ওয়াইফ’ শিরোনামের একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন দোলন। রূপান্তরের রচনায় এটি পরিচালনা করেছেন মঞ্জুরুল হাসান মিলন। ওয়েব সিরিজে দোলনের বিপরীতে রয়েছেন জোভান।

সমপ্রতি ‘সেভেন্থ এপ্রিল’ ও ‘মন চোর’ শিরোনামের দুটি একক নাটকে অভিনয় করেছেন তিনি। ‘সেভেন্থ এপ্রিল’ নাটকের গল্প লিখেছেন দোলন নিজেই। গল্প লেখা ও নতুন কাজগুলো প্রসঙ্গে দোলন বলেন, ব্যতিক্রমধর্মী কিছু কাজের মধ্যে রয়েছে এ কাজগুলো। দর্শকের চাহিদা মাথায় রেখেই এ কাজগুলো করা। এখনকার দর্শক আসলে গতানুগতিক কাজ দেখতে চায় না। ভিন্নধর্মী কিছু দেখতে চায়। আশা করি দর্শক নিরাশ হবেন না।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১