বাংলাদেশের খবর

আপডেট : ২২ May ২০১৮

অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই

অভিনেত্রী তাজিন আহমেদ সংরক্ষিত ছবি


অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই।না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। হৃদ্‌রোগে আক্রান্ত হলে মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে নেওয়ার পরে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। আনুমানিক বিকাল ৪টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।  

তাজিনের জন্ম ১৯৭৩ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে সংবাদপত্রেও এক সময় কাজ করেছেন তিনি। তার মা অভিনেত্রী দিলারা জলি।। মায়ের হাত ধরেই অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। অভিনয়ের পাশাপাশি অনুষ্ঠান উপস্থাপনায়ও দেখা যেতো তাকে ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১