আপডেট : ২২ May ২০১৮
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের রিমঝিম পুলিশ টাউন ও ইটালিয়ান সিটি আবাসিক প্রকল্পকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। প্রকল্প দুটির জন্য ভূমির যে পরিবর্তন করা হয়েছে- তা আগের অবস্থানে ফিরিয়েও দিতে বলা হয়েছে রায়ে। এক রিট আবেদনে গতকাল সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এর আগে জারি করা রুল নিষ্পত্তি করে এ রায় দেন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৈমূর আলম খন্দকার, সঙ্গে ছিলেন ব্যারিস্টার মারিয়াম খন্দকার। রিমঝিম পুলিশ টাউনের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ও ইটালিয়ান সিটির পক্ষে ছিলেন আবদুল মতিন মণ্ডল। আর সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। জানা গেছে, রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের কয়েকটি মৌজার কৃষিজমি দখল করে রিমঝিম পুলিশ টাউন ও ইটালিয়ান সিটি কর্তৃপক্ষ মাটি ভরাট করে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময় সংবাদ প্রকাশিত হয়। পরিবেশ অধিদফতরেও অভিযোগ করা হয়। তবে অধিদফতর ব্যবস্থা না নেওয়ায় বাদশাহ মিয়াসহ স্থানীয় পাঁচ ব্যক্তি ২০১৭ সালের ২৩ অক্টোবর হাইকোর্টে ওই রিট দায়ের করেন। রিটের পরিপ্রেক্ষিতে নদী, খাল, ডোবা ও কৃষিজমি রক্ষার ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং দুটি প্রকল্পের জন্য ভূমির যে পরিবর্তন সাধন করা হয়েছে, তা আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে পরিবেশ অধিদফতরকে দুটি প্রকল্পের বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়। গত ৩০ নভেম্বর অধিদফতর হলফনামা আকারে প্রতিবেদন দাখিল করে। এতে বলা হয়, প্রকল্পের জমি নাল ও কৃষিজমি। পরিবেশ অধিদফতর থেকে ছাড়পত্র না নিয়ে কৃষিজমি ভরাট করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১