বাংলাদেশের খবর

আপডেট : ২১ May ২০১৮

তারামনের অভিপ্রয়াণ

নাটক ‘তারামনের অভিপ্রয়াণ’-এর একটি দৃশ্য সংরক্ষিত ছবি


কন্যাদায়গ্রস্ত পিতা হাসান। মেয়ে বুলিকে বিয়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের পণ দিতে হবে তাকে। সে কারণে আলীর কাছে পুকুরের দলিল হস্তান্তর করে টাকা নিয়ে ফেরার পথেই রাস্তায় খোয়া যায় টাকাভর্তি ব্যাগটি। দুর্ভাগ্যবশত বদরের হাতে ব্যাগটি চলে আসে। সে চিন্তা করে, এই টাকা দিয়ে সে অনেক কিছু করবে। বদরের সহধর্মিণী তারামন এর ঘোর প্রতিবাদ করে। ব্যাগটি নিয়ে শহরের অলিগলি ঘুরতে থাকে মালিককে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে। তবে ব্যাগের ভেতরে কোনো ঠিকানা না থাকায় চিন্তায় পড়ে যায় তারামন।

এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘তারামনের অভিপ্রয়াণ’। দয়াল সাহার রচনায় নাটকটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। এতে অভিনয় করেছেন— সৈয়দ হাসান ইমাম, নুসরাত ইমরোজ তিশা, এফ এস নাঈম, শেখ মাহবুবুর রহমান প্রমুখ। ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৫ মিনিটে নাটকটি গাজী টিভিতে প্রচারিত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১