আপডেট : ২০ May ২০১৮
তুরস্কে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ডোমিনিক চিলকোট বলেছেন, ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সি ও আলজাজিরা। যুক্তরাষ্ট্রের দেখাদেখি কোনো কোনো দেশ তাদের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেও ব্রিটিশ দূতাবাস যেখানে ছিল সেখানেই থাকবে বলে জানান ডোমিনিক। আমরা মনে করি, যুক্তরাষ্ট্র একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে। এদিকে গাজায় ইসরাইলি সহিংসতার বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ ছাড়া জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি। একই সঙ্গে গত শুক্রবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর জোট ওআইসি সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত ও আলোচনা নিয়ে মতবিনিময় করেন তারা। ওআইসির সম্মেলনে দেওয়া ভাষণে এরদোগান ইসরাইলের বিরুদ্ধে মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সম্মেলনে তিনি বলেন, ফিলিস্তিনে এ গণহত্যার জন্য ইসরাইলকে অবশ্যই দোষী সাব্যস্ত করতে হবে। এ ঘটনায় সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা থেকে শুরু করে এশিয়ায় বিক্ষোভ হয়েছে। ইসরাইলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে বুঝিয়ে দিতে হবে বিশ্ব মানবতা এখনো মরেনি। গাজায় ইসরাইলি সহিংসতাকে তিনি রাষ্ট্রীয় সন্ত্রাস, নৃশংসতা ও ঠকবৃত্তি উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে কখনোই জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মেনে নেওয়া হবে না। অন্যদিকে ফিলিস্তিনে ইসরাইলের যুদ্ধাপরাধের তদন্ত করবে বলে জানিয়েছে জাতিসংঘ। গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের চালানো গুলির ঘটনা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হবে কি না তা তদন্ত করবে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। এ নিয়ে শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশনে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। যুদ্ধাপরাধ তদন্ত করা সংক্রান্ত প্রস্তাবটির পক্ষে ২৯টি সদস্য রাষ্ট্র ভোট দিয়েছে। আর বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। ১৪টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। এতে বলা হয়েছে, গত ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনারা যে সহিংসতা ও সামরিক শক্তি প্রয়োগ করেছে তার সব কিছু খতিয়ে দেখবে তদন্ত দল। আগামী বছরের মার্চ মাসে উপস্থাপন করা হবে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন। এর আগে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রাড আল-হুসেইন গাজার বিষয়টি দ্রুত আন্তর্জাতিকভাবে তদন্ত করার পক্ষে সমর্থন দেন। ফিলিস্তিনিদের বিক্ষোভ কর্মসূচিতে ইসরাইলি পদক্ষেপের সমালোচনাও করেন তিনি। ভূমি দিবস উপলক্ষে দেড় মাস ধরে সীমান্তে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেন ফিলিস্তিনিরা। এই কর্মসূচিতে ইসরাইলি সেনারা গুলি চালালে ১০৬ জন ফিলিস্তিনি নিহত হয়। আহত হয় ১২ হাজারের বেশি। এর মধ্যে শুধু গত সোমবারই নিহত হয় ৬২ জন। ওই দিন তেলআবিব থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তর করা হয়। এর প্রতিবাদে প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি বিক্ষোভ করেন। এতে নির্বিচার গুলি চালায় ইসরাইলি বাহিনী। ১৯৪৮ সালে সাড়ে সাত লাখের বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করে তাদের ভিটে মাটি দখল করে নেয় ইসরাইল। দখল করা ভূমি ফেরতের দাবিতে ১৯৭৬ সালে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন নিরস্ত্র ফিলিস্তিনিরা। ওই মিছিলে বিনা উসকানিতে গুলি চালায় ইসরাইল। এতে ছয় ফিলিস্তিনি নিহত হয়। তখন থেকে প্রতিবছর ভূমি দিবস পালন করে আসছেন ফিলিস্তিনিরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১