বাংলাদেশের খবর

আপডেট : ২০ May ২০১৮

ঈদের নাটক ‘আবক্ষ’

খণ্ড নাটক ‘আবক্ষ’’র একটি দৃশ্য সংরক্ষিত ছবি


ঈদের জন্য নির্মিত হলো খণ্ড নাটক ‘আবক্ষ’। সোহরাব হোসেন উল্লাসের রচনা এবং রাজা ফকিরের পরিচালনায় সম্প্রতি রাজধানীর উত্তরা ও মিরপুরে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদ, মনোজ কুমার, রাজা ফকির, আখতার খান প্রমুখ।

গল্পে দেখা যাবে— বিখ্যাত ভাস্কর প্রফেসর ফরহাদ হোসেনের স্ত্রী একবার তাকে বলেছিলেন তোমার শিল্প সুন্দর, কিন্তু সে শিল্পে প্রাণ নেই। প্রফেসর ভাবেন শিল্পে কি প্রাণের সঞ্চার ঘটানো সম্ভব? তাহলে কি আমি সারাজীবন আমার স্টুডেন্টদের ভুল শিক্ষা দিয়ে এসেছি? তিনি তার শিল্পদর্শন পাল্টে ফেলেন। শিল্পকে নয়, বরং জীবনকেই শিল্পের কাছে আনতে হবে। এইভাবে দিনে দিনে তিনি একজন ভয়ঙ্কর সাইকোতে পরিণত হন।

অভিনয় প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, চমৎকার গল্পের নাটক। একজন শিল্পীর জীবন দর্শন পরিবর্তন হয়ে যাওয়া ও ব্যক্তিজীবনে তার প্রভাব এই নাটকের উপজীব্য। সম্ভবত ভালো একটা নাটক দেখতে যাচ্ছেন দর্শকরা।

পরিচালনা সূত্রে জানা গেছে, নাটকটি ঈদের সূচিতে কোনো একটি টিভি চ্যানেলে প্রচার হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১