আপডেট : ১৯ May ২০১৮
অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ভারতীয় গণমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে। জানা গেছে, বেশ কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। জ্বরের সঙ্গে শ্বাসকষ্টে ভুগছিলেন এ অভিনেত্রী। গুরুতর অবস্থায় অক্সিজেন লাগিয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গতকাল বিকাল নাগাদ তার অবস্থা উন্নতির দিকে আসে। পরে চিকিৎসকরা জানান, শ্রীলেখা শঙ্কামুক্ত আছেন। আবহাওয়া পরিবর্তনের কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তবে আরো এক দিন শ্রীলেখাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে। আগামী ২৫ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে শ্রীলেখা মিত্র অভিনীত শিশুতোষ ছবি ‘রেইনবো জেলি’। সৌকর্য ঘোষাল পরিচালিত এ ছবিতে ‘পরীপিসি’ চরিত্রে দেখা যাবে তাকে। গতকাল থেকে ছবির প্রচারণায় অংশ নেওয়ার কথা ছিল শ্রীলেখার। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আপাতত প্রচারণায় অংশ নিতে পারছেন না তিনি। খুব শিগগিরই ছবির প্রচারণায় অংশ নেবেন তিনি, এমনটাই প্রত্যাশা ছবির পরিচালকের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১