বাংলাদেশের খবর

আপডেট : ১৯ May ২০১৮

স্টাইল ফাইলে আবারো সোনিয়া

অভিনেত্রী ও উপস্থাপিকা সোনিয়া সংরক্ষিত ছবি


এ প্রজন্মের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা সোনিয়ার উপস্থাপনায় প্রথম থেকে শেষ রোজা পর্যন্ত বাংলাভিশনে প্রচার হবে ‘লাক্স স্টাইল ফাইল’। ইফতারের পরপরই ৬টা ৪৫ মিনিটে ‘লাক্স স্টাইল ফাইল’-এর প্রতিটি পর্বেই একজন সেলিব্রেটি কথা বলবেন তার ঈদের ফ্যাশন, স্টাইল ও কেনাকাটা নিয়ে। চলচ্চিত্র, নাটক, সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় তারকাদের ঈদ কথোপকথনের পাশাপাশি প্রতি পর্বে দর্শকদের জন্য আরো থাকছে স্টাইল শপ, ইটিং আউট, মেকওভার থেকে শুরু করে ঈদের কোনাকাটা, খাবারদাবার ও রূপচর্চা সম্পর্কিত নানান কিছু।

লাক্স স্টাইল ফাইল প্রসঙ্গে সোনিয়া বলেন, গত বছরও আমি এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলাম। এবার আরো বড় পরিসরে হতে যাচ্ছে। দর্শকদের ভালো লাগার কারণেই বাংলাভিশন অনুষ্ঠানটি দ্বিতীয়বারের মতো করছে। আশা করি ব্যতিক্রমী এ প্রোগ্রামটি দর্শকদের ঈদের কেনাকাটায় গাইড হিসেবে কাজ করবে।

এদিকে সোনিয়া বর্তমানে দেশটিভিতে নিয়মিত উপস্থাপনা করছেন লাইফ স্টাইলনির্ভর প্রোগ্রাম ‘সানসিল্ক সুরঞ্জনা’।  এ ছাড়া আসছে ঈদে সোনিয়া অভিনীত একাধিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১