বাংলাদেশের খবর

আপডেট : ১৮ May ২০১৮

আসছে ৫০ কোটি টাকা


প্রাথমিকভাবে ৫০ কোটি টাকা বরাদ্দ আসছে সিনেমা হলের উন্নয়নে। দেশের অর্ধশতাধিক হলে অত্যাধুনিক প্রযুক্তি স্থাপনের কাজে ব্যয় হবে এ টাকা। আগামী ছয় মাসের মধ্যে ডিজিটাল করা হচ্ছে দেশের সাতটি সিনেমা হল। তালিকায় থাকা বাকি হলগুলো ধীরে ধীরে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। গত বুধবার সন্ধ্যায় বিএফডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে গুলজার বলেন, ‘আমাদের সমস্যা প্রধানমন্ত্রী উপলব্ধি করেছেন এবং সমাধানে আন্তরিকভাবে এগিয়ে এসেছেন। শিগগিরই ৫০ কোটি টাকা বরাদ্দ আসছে সিনেমা হলের উন্নয়নে।’ গুলজার আরো বলেন, ‘চলচ্চিত্রের এই দুরবস্থার অন্যতম কারণ হলো সিনেমা হলের বেহাল দশা ও অব্যবস্থাপনা। তবে সবাই একসঙ্গে চেষ্টা করলে অনেক কিছু সম্ভব। সেটা প্রমাণ হতে যাচ্ছে। হলগুলো সরকারিভাবে আধুনিকায়ন করা হলে চলচ্চিত্রের দুরবস্থা অনেকটাই কেটে যাবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘আগামী ছয় মাসের মধ্যে হলগুলোতে ই-টিকেটিং ব্যবস্থা চালু করতে হবে। প্রি-একনেকে এ প্রস্তাবনা দেওয়া হয়েছে। সরকার খুব দ্রুতই এ বিষয়ে কাজ শুরু করতে চায়।’ হলগুলো আধুনিকায়ন করে ই-টিকেটিং ব্যবস্থা করলে সিনেমা হলের সেল রিপোর্ট খুব সহজেই জানা যাবে। যেকেউ সংশ্লিষ্ট হলের ওয়েবসাইটে গিয়ে এ তথ্য জানতে পারবেন। তাতে স্বচ্ছতা আসবে। প্রযোজকদের ফাঁকি দেওয়া সম্ভব হবে না। টিকেট কালোবাজারিও কমে আসবে বলে মনে করেন প্রযোজক খসরু।

চলচ্চিত্র সংগঠনগুলোর দাবির মুখে চলচ্চিত্র শিল্পের দিকে নজর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার উদ্যোগেই চলচ্চিত্রের মন্দাবস্থা কাটতে যাচ্ছে। চলচ্চিত্র-সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, সিনেমা হলের আধুনিকায়ন সম্পন্ন হলে চলচ্চিত্রের আমূল পরিবর্তন আসবে। তবে সেটার জন্য অপেক্ষা করতে হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১