বাংলাদেশের খবর

আপডেট : ১৬ May ২০১৮

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের লেনদেন শুরু বুধবার

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের লোগো সংরক্ষিত ছবি


সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের লেনদেন বৃহস্পতিবার থেকে শুরু হবে। দেশের উভয় স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) একযোগে কোম্পানিটির শুরু হবে।

বুধবার ডিএসই ও সিএসই ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, ১৭ মে থেকে কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে কোম্পানিটি লেনদেন শুরু করবে।

ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে 'INTRACO'। আর কোম্পানি কোড হবে ১৫৩২০।

সিএসইতেও কোম্পানিটির ট্রেডিং কোড হবে 'INTRACO'। আর কোম্পানি কোড হবে ২০০২০।

এর আগে, ১০ মে কোম্পানিটির শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। আর ১৭ এপ্রিল কোম্পানিটির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়।

জুলাই,-মার্চ সময়ে আইপিও এর আগে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। একই সময়ে আইপিও এর পরে ইপিএস হয়েছে ১৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৫৯ পয়সা।

জানুয়ারি-মার্চ ১৮ সময়ে কর পরিশোধের পর কোম্পানিটির মুনাফা হয়েছে ১ কোটি ৩১ লাখ ১০ হাজার টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১