বাংলাদেশের খবর

আপডেট : ১৬ May ২০১৮

নীহারের কথায় তাহসান


প্রথমবারের মতো তাহসান কণ্ঠ দিলেন গীতিকবি নীহার আহমেদের লেখা গানে। ‘একলা থাকা’ শিরোনামে গানটির সুর করেছেন বেলাল খান। সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার।

গানটি সম্পর্কে তাহসান বলেন, ‘সুন্দর ও মিষ্টি কথার সুরেলা একটি গান করেছি আমরা। গানের কথা, সুর ও সঙ্গীতায়োজন প্রশংসনীয় হয়েছে। শিগগিরই গানটির মিউজিক ভিডিওর কাজ শুরু হবে।’

নীহার আহমেদ বলেন, ‘তাহসান ভাইয়ের জন্য প্রথমবারের মতো গানের কথা লিখলাম। চেষ্টা করেছি যথাযথ ছন্দ-ব্যাকরণ মেনে কাব্যমান ঠিক রাখতে। তাহসান ভাই গেয়েছেন দারুণ। আশা নয়, বিশ্বাস করি- ভালো কিছু একটা হতে যাচ্ছে।’ সেভেন টিউনস এন্টারটেইনমেন্টের ব্যানারে গানটি প্রকাশ করা হবে বলে জানা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১