বাংলাদেশের খবর

আপডেট : ১৫ May ২০১৮

মাদক থাকলে র‍্যাব ক্যাম্পের পাশে ফেলে যান : বেনজীর

কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংাবাদ সম্মেলনে বক্তব্য দেন র‌্যাবের মহাপরিচালক ছবি : বাংলাদেশের খবর


কারো কাছে মাদক থাকলে তা র‍্যাব ক্যাম্পের পাশে ফেলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক বেনজীর আহমেদ। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান তিনি।

৪ মে থেকে চালানো বিশেষ অভিযানের তথ্য জানিয়ে বেনজীর আহমেদ বলেন, র্যাবের ভ্রাম্যমাণ আদালত এ সময় ১ হাজার ৪১৫ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। ২০ লাখের বেশি টাকা জরিমানা করেছেন। প্রায় ১৫ কোটি টাকা মূল্যের মাদক আটক করেছেন।

মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠিনতর পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করে বেনজীর বলেন, মাদক প্রতিরোধে আইনি ব্যবস্থায় যত কাঠামো আছে তার সর্বোচ্চ প্রয়োগ করবে র্যাব। যেখানেই মাদকের সন্ধান পাওয়া যাবে সেখানেই র্যাবের অভিযান চালানো হবে। মাদকে যারাই যুক্ত থাকবে তাদেরই আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, ৩ মে প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে র‍্যাবকে সোচ্চার হওয়ার কথা বলার পর ৪ থেকে ১৩ মে বিশেষ অভিযান চালানো হয়। র্যাবের অভিযানে মাদক ব্যবসায়ীরা এখন দিশাহারা। তিনি জানান, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৬৮ হাজার ৪৯৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে র্যাবপ্রধান বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী করছে- তা তদারকি করা অভিভাবকের অন্যতম প্রধান দায়িত্ব। আমরা অনেকে সন্তানকে সময় দিতে পারি না। অভিভাবকের উদাসীনতায় সন্তান হতাশ হয়ে অনেক সময় মাদকে যুক্ত হয়ে পড়ে। এ সময় মাদককে জাতীয় সমস্যা উল্লেখ করে ছাত্র, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতাসহ সব শ্রেণি-পেশার মানুষকে এর শিকড় উৎপাটনে কাজ করার আহ্বান জানান তিনি। সংবাদমাধ্যম, এনজিও, স্বেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠনগুলোকে আহ্বান জানান মাদকবিরোধী প্রচার জোরদারের। বেনজীর বলেন, সবাই মাঠে নামলে মাদক ব্যবসায়ীরা নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হবে। তিনি বলেন, আমরা চাইব, যারা মাদক সেবন করেন, তারা আর মাদক নেবেন না, যারা ব্যবসা করেন তারা মাদক বিক্রি বন্ধ করবেন। কারো কাছে মাদক থাকলে তা র‍্যাব ক্যাম্পের পাশে ফেলে যাওয়ার অনুরোধ জানিয়ে বেনজীর বলেন, ফেলে গেলে আমরা তা সহজেই ধ্বংস করতে পারব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১