বাংলাদেশের খবর

আপডেট : ১৫ May ২০১৮

আইনজীবী হতে চান ফারিয়া

নুসরাত ফারিয়া সংগ্রহীত ছবি


নুসরাত ফারিয়ার ইচ্ছে ছিল একজন ব্যারিস্টার হওয়ার। কিন্তু পরিবারের সাপোর্ট না পাওয়ায় সেদিকে মন দিতে পারেননি। তবে শেষ পর্যন্ত আইনজীবী হওয়ার রাস্তাতেই হাঁটছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমকে এমনটাই জানালেন হালে ‘গায়িকা’ তকমা পাওয়া এই চিত্রনায়িকা।

নুসরাত ফারিয়া বলেন, ‘প্রথম থেকেই আমার ইচ্ছে ছিল আইনজীবী হব। কিন্তু মা বাদ সাধলেন! মায়ের একটা ধারণা ছিল আইনজীবীদের অনেক মন্দের সঙ্গে লড়াই করতে হয়। অনেকের ক্ষোভ এতে যুক্ত হয়। তাই মা সব সময়ই চাইতেন তার সন্তানের গায়ে যেন এগুলোর আঁচড় না লাগে। সন্তান যেন সুন্দরভাবে থাকে। এ জন্য বাধ্য মেয়ের মতো আমি বেছে নিই বিবিএ। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে আমি নয়টি সেমিস্টার শেষ করি।’

বিবিএ ভর্তি হলেও ফারিয়ার মন পড়ে থাকত ল ক্লাসে। সে কারণেই মাকে আরেকবার জোরাজুরি করেন তিনি। শেষ পর্যন্তু ফারিয়ার মা রাজিও হন। ফারিয়া বলেন, ‘আমার মন পড়ে থাকত আইনের ক্লাসে। এরপর মাকে ভালোভাবে ধরলাম, বললাম। মা রাজি হলেন। তাই এখন আমি আইনেরও ছাত্রী। ইচ্ছে আছে ব্যারিস্টার হওয়ার। অন্যদিকে বিবিএও শেষ করব।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১