বাংলাদেশের খবর

আপডেট : ১৩ May ২০১৮

আজ আসছেন গর্ডন গ্রিনিজ


যার হাত ধরে বাংলাদেশের ক্রিকেটের নতুন মাত্রায় পথচলা। বিশ্বকাপের আঙিনায় পা রেখে হয়েছিল আরাধ্যের স্বপ্নপূরণ। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জেতা বাংলাদেশ দলের সেই উইন্ডিজ কোচ গর্ডন গ্রিনিজ আজ আসছেন ঢাকায়।

ক্রিকেটীয় কোনো কারণে নয়, বিসিবির আমন্ত্রণে গ্রিনিজ আসছেন সাবেক শিষ্য আর সহকর্মীদের সঙ্গে দেখা করতে। আজ সন্ধ্যায় ঢাকায় পা রাখার কথা ক্যারিবীয় এই সাবেক ব্যাটসম্যানের। পাঁচ দিনের এই সফরে ঢাকা থাকবেন তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা থাকবে আগামী ১৪ মে হোটেল সোনারগাঁওয়ে। যেখানে বিসিবি আয়োজিত অনুষ্ঠানে সাবেক ও বর্তমান খেলোয়াড়রা মিলিত হবেন গ্রিনিজের সঙ্গে।

বাংলাদেশের ক্রিকেটে গর্ডন গ্রিনিজ এক উজ্জ্বল নাম। তার হাত ধরেই ওয়ানডে স্ট্যাটাস পায় বাংলাদেশ। প্রথমবারের মতো ১৯৯৯ বিশ্বকাপে খেলে টাইগার শিবির। আর সেটা ১৯৯৭ সালে মালয়েশিয়াতে আইসিসি ট্রফি জেতার কারণে। সে জয়ের পর পুরো দলের সঙ্গে গ্রিনিজকে সরকারিভাবে পুরস্কৃত করা হয়েছিল। বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্বও পেয়েছিলেন তিনি।

কিন্তু বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পরই বিদায়ের চিঠি পান গ্রিনিজ। সে সময় ক্রিকেট প্রশাসকদের সঙ্গে কিছু ব্যাপারে গ্রিনিজের বাজে সম্পর্ক যাচ্ছিল। ফলে বিদায়টা সুখের ছিল না তার। তারপরও ২০০০ সালে একবার এসেছিলেন তিনি বাংলাদেশে। আর সেটা বাংলাদেশের টেস্ট অভিষেকের সময়।

দীর্ঘদিন পর আবার আসছেন গ্রিনিজ। টাইগারভক্তদের মানসপটে ভেসে আসছে ১৯৯৭ সালের সেই গৌরবময় স্মৃতি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১