বাংলাদেশের খবর

আপডেট : ১৩ May ২০১৮

বসানো হলো পদ্মা সেতুর চতুর্থ স্প্যান

বসানো হলো পদ্মা সেতুতে চতুর্থ স্প্যান সংগৃহীত ছবি


শরীয়তপুরের জাজিরা পয়েন্টে বসানো হয়েছে পদ্মা সেতুর চতুর্থ স্প্যান। এর ফলে দৃশ্যমান হলো স্বপ্নের সেতুর ৬০০ মিটার। এমন ৪১টি স্প্যান জোড়া দিয়েই তৈরি হবে স্বপ্নের পদ্মা সেতু।

সেতু বিভাগ সূত্রে জানা যায়, সকাল পৌনে ৭টার দিকে ১৫০ মিটার দৈর্ঘ্যরে স্প্যানটি তোলার কাজ শুরু হয়। স্প্যান বসানোর আরও কিছু টেকনিক্যাল কাজ চলমান রয়েছে। তৃতীয় স্প্যানটি বসানোর মাত্র ২ মাসের ব্যবধানে চতুর্থ স্প্যানটি বসানো হলো।

শনিবার বিকেলে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের প্যান বহনকারী তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার জাহাজ ‘তিয়ান ই’ ক্রেনে করে জাজিরা প্রান্তে ৪০ ও ৪১ নম্বর পিলার এলাকায় পৌঁছায়। ওই ক্রেনটি দিয়েই খুটির ওপরে স্প্যানটি বসানো হয়েছে।

কর্তপক্ষ আরো জানায়, চতুর্থ স্প্যানটি বসানোর মধ্যদিয়ে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে কাংখিত পদ্মা সেতু দ্রুত।
উল্লেখ্য, পদ্মা সেতুতে মোট ৪১টি স্প্যান বসবে, এখনও ৩৭টি স্প্যান বসানো বাকি রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১