আপডেট : ১৩ May ২০১৮
কোটা সংস্কারের দাবির কারণে মুক্তিযোদ্ধা কোটা কিছুটা কমতে পারে। তবে মুক্তিযোদ্ধাদের সন্তানরা সম্মানজনক পদে যাতে চাকরি পায়, সে বিষয়টি নিয়ে ভাবছে সরকার। শনিবার ভেড়ামারায় এক সুধী সমাবেশে এ কথা বলেন মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। স্বাধীনতা যুদ্ধে দক্ষিণ-পশ্চিম রণাঙ্গনের অন্যতম সংগঠক, যুদ্ধাহত রশিদুল আলম আনিসের নামে ভেড়ামারা-গ্রাগপুর রাস্তার নামকরণের ফলক উন্মোচন এবং ভেড়ামারা সরকারি মহিলা কলেজের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে শ্রেষ্ঠ উপহার দিয়ে গেছেন। তাদের পাশাপাশি সন্তানদেরকেও সরকার মূল্যায়ন করতে চায়। আগামী তিন মাসের মধ্যে মুক্তিযোদ্ধাদের ভাতা মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া হবে। সারা দেশে যেসব মুক্তিযোদ্ধার জমি আছে কিন্তু বাড়ি নেই, তাদের বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। তাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রশিদুল আলম আনিস। বক্তব্য রাখেন- কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের এমপি রেজাউল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১