বাংলাদেশের খবর

আপডেট : ১০ May ২০১৮

শানের ‘তুমি আমি জোনাকি’


কণ্ঠশিল্পী শান ‘কন্যারে’ গানটির মাধ্যমে পেয়েছেন আশাতীত শ্রোতাপ্রিয়তা। এবার ‘তুমি আমি জোনাকি’ শীর্ষক একটি সিঙ্গেল ট্র্যাক নিয়ে আসছেন শান। গানের কথা লিখেছেন তানিয়া সুলতানা। সুর ও সঙ্গীত করেছেন শান নিজেই।

গানটির মিউজিক ভিডিওতে দেখা যাবে— ফারিয়া শাহরিন ও ইরফান সাজ্জাদকে। ভিডিও নির্মাণ করেছেন জীবন শাহাদাৎ। ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, এটি মূলত নাটকের গান। ফারিয়া-ইরফানের রসায়নে গানটি দারুণ জমেছে। প্রযোজকের পছন্দে ভিডিও আকারে আসছে। আশা করছি দর্শক ঠকবেন না।

শান বলেন, একটু ভিন্ন রকম গান করলাম। একেবারে মাখো মাখো প্রেমের গান। এই সময়ের শ্রোতারা যেমন গান পছন্দ করেন, ঠিক সে রকম। বাকিটা শ্রোতারাই ভালো বলতে পারবেন।

গানটি আগামী ১৩ মে লায়নিক মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১