আপডেট : ১০ May ২০১৮
আনিস এবং প্রিমা দম্পতি কক্সবাজার বেড়াতে গিয়ে একটি রিসোর্টে ওঠে। প্রিমা খুবই জেদি মেয়ে। সারাক্ষণ ইউটিউবে রেহানের নাটক দেখে। রেহান হচ্ছে প্রিমার ক্রাশ। দেশের অনেক বড় সেলিব্রেটি। এ নিয়ে স্বামী আনিসের সঙ্গে তার ঝগড়া লেগেই থাকে সারাক্ষণ। ঘটনাক্রমে প্রিমা জানতে পারে তার ক্রাশ রেহান এই রিসোর্টে এসেছে এবং আনিসকে নিয়ে রেহানকে খুঁজতে থাকে। ঘটনাক্রমে রেহানের দেখা পায় প্রিমা। এরপর থেকে শুরু হয় জটিলতা। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে একক নাটক ‘ক্রাশ’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অনিক বিশ্বাস। এতে অভিনয় করেছেন জোভান, সালহা খানম নাদিয়া, ঈশানা, ওবিদ রেহানসহ অনেকে। নাটকটি সম্পর্কে পরিচালক বলেন, ‘নাটকের শুরুর দিকে ফান থাকলেও শেষে এসে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। নাটকটি নির্মাণ করতে গিয়ে অভিনেতা-অভিনেত্রী যারা আছেন, তারা আমাকে খুবই সহযোগিতা করেছেন।’ আজ রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১