আপডেট : ০৯ May ২০১৮
কালবৈশাখী ঝড়ে ট্রেন ও রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ার পৃথক ঘটনায় মঙ্গলবার সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল আট ঘণ্টা বন্ধ ছিল। মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের অংশে রেললাইনের পৃথক স্থানে এসব গাছ ভেঙে পড়ে। রেলওয়ে ও বন বিভাগের কর্মীরা ভাঙা গাছ সরিয়ে নিলে বেলা পৌনে ১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। রেল কর্মকর্তারা জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রমের সময় মঙ্গলবার ভোর ৪টা ২৫ মিনিটের দিকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। এ সময় উদ্যানের একটি বড় গাছ ট্রেনের ইঞ্জিনের ওপর ভেঙে পড়লে সহস্রাধিক যাত্রী নিয়ে ট্রেনটি আটকা পড়ে। ফলে সিলেট-আখাউড়া রেলপথ বন্ধ হয়ে যায়; বিভিন্ন স্থানে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। শ্রীমঙ্গল রেলস্টেশনের সহকারী মাস্টার মো. সাখাওয়াত হোসেন জানান, উদয়ন এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে গাছ ভেঙে পড়ে। পরে শ্রীমঙ্গল থেকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণের পর সকাল সোয়া ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। তিনি আরো জানান, উদ্ধারকর্মীরা ভেঙে পড়া গাছ সরিয়ে রেলপথ পরিষ্কার করার পর উদয়ন এক্সপ্রেসসহ বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেনগুলোও ছাড়তে শুরু করে। কিন্তু আধা ঘণ্টার মাথায় ওই এলাকা থেকে তিন কিলোমিটার দূরে ভাড়াউড়া চা বাগান এলাকায় লাইনের ওপর আরো একটি গাছ ভেঙে পড়ে। এতে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন থামাতে বাধ্য হন চালক। ফলে আবারো সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। শমসেরনগর স্টেশনের মাস্টার কবির আহমদ জানান, গাছ অপসারণের পর দুপুর পৌনে ১টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সব মিলিয়ে দুই দফায় প্রায় আট ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। শ্রীমঙ্গল রেলস্টেশনের সহকারী মাস্টার মো. সাখাওয়াত হোসেন জানান, উভয় ঘটনায় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ভানুগাছ স্টেশনে, সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস শ্রীমঙ্গলে এবং কুশিয়ারা এক্সপ্রেস সাতগাঁও স্টেশনে আটকে ছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১