আপডেট : ০৯ May ২০১৮
অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। হিন্দু রীতি মেনেই দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজাকে বিয়ে করেছেন তিনি। লাল লেহেঙ্গা পরে, হাতে চূড়া ঝুলিয়ে সোনম যখন বিয়ের জন্য মণ্ডপে হাজির হন তখন একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে। এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। সোনমের পাশাপাশি আনন্দ আহুজাকেও বেশ গ্ল্যামারাস লাগছিল। বিয়ের আসরে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা। অমিতাভ বচ্চন, শ্বেতা বচ্চন, জ্যাকুলিন ফার্নান্দেজ, কারিনা কাপুর খান, সাইফ আলি খানসহ অনেকেই হাজির হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনি কাপুর, অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর, অংশুলা কাপুরসহ কাপুর পরিবারের সবাই। বিয়ের আসরে যখন সোনম আনন্দ আহুজার মুখোমুখি বসেন তখন যেন ক্যামেরার ফ্ল্যাশে রঙিন হয়ে ওঠে পুরো আয়োজন। এর আগে ৭ মে মেহেদি অনুষ্ঠান হয় জমকালো আয়োজনে। মেহেদি অনুষ্ঠানকে ঘিরে আয়োজন করা হয় সঙ্গীত আসরের। গানের সঙ্গে নাচতে দেখা যায় সোনম কাপুরের বাবা অনিল কাপুর, শিল্পা শেঠিসহ উপস্থিত সবাইকে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১