বাংলাদেশের খবর

আপডেট : ০৯ May ২০১৮

চঞ্চল চৌধুরীর ‘বনের পাপিয়া’


রমলা তার স্বামী মিত্রের সঙ্গে নদীর পাড়ে যায় চাঁদ দেখার জন্য। রাতে ঘরে ফেরার সময় একটি পাখি উড়ে এসে বসে রমলার গায়ে। পাখিটিকে বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকে তিনি সারা দিন তাকে নিয়েই থাকেন। রমলার স্বামী পাখিটিকে ভালোবাসতেন। কিন্তু ধীরে ধীরে সেই ভালোবাসা ঈর্ষায় পরিণত হয়। মিত্র একদিন পাখিটিকে গায়েব করে দেন। এরপর রমলাও মিত্রের বাড়ি ছেড়ে অজানার উদ্দেশ্যে পা বাড়ান।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘অগ্রগতি’ গল্প অবলম্বনে সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বনের পাপিয়া’। নাটকটির চিত্রনাট্য করেছেন শুভ্র খান। পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সানজিদা প্রীতি, খায়রুল টিপু, তৃষ্ণা সরকার, রাসেল রাজ, পঙ্কজ মজুমদার, হাসিমুন, মাধবী লতা, আলীনূর, জাকিয়া, তারেক খানসহ আরো অনেকে।

২৫ মে নজরুল জন্মজয়ন্তীতে আরটিভির পর্দায় প্রচারিত হবে নাটকটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১