আপডেট : ০৭ May ২০১৮
বগুড়ায় একটি ধানক্ষেত থেকে চার ব্যক্তির হাত বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার শিবগঞ্জ উপজেলার ডাবইর গ্রাম থেকে এই লাশগুলো উদ্ধার করা হয়। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাহিদ মাহমুদ খান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সোমবার সকালে লাশগুলো উদ্ধার করেন তারা। ধারণা করা হচ্ছে নিহতদের বয়স ৩৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ডাবইর গ্রামের বাসিন্দারা জানান, নিহতদের প্রত্যেকের গলা ছিল কাটা; হাত পিছমোড়া করে বাঁধা। তাদের পরনে গেঞ্জি, শার্ট ও প্যান্ট ছিল। শিবগঞ্জ থানার ওসি সাহিদ মাহমুদ খান জানান, ওই চারজনকে অন্য কোথাও হত্যা করে ওই ক্ষেতে লাশ ফেলে যাওয়া হয়েছে কি না- সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১