বাংলাদেশের খবর

আপডেট : ০৭ May ২০১৮

চম্পাকলি টকিজ


একবার দুবার নয়, তিনবার ম্যাট্রিক ফেল করেছেন চঞ্চল চৌধুরী। তিনবার ফেল করেও দমে যাননি। পছন্দের মানুষটির চাওয়া পূরণ করতে আবার বসেছেন পরীক্ষার বেঞ্চে। ঘটনাটি বাস্তবে নয়, ঘটেছে একটি ধারাবাহিক নাটকে। নতুন এ নাটকের নাম ‘চম্পাকলি টকিজ’।

অভিরামপুর গ্রাম আর সিনেমাপ্রেমী কিছু মানুষের গল্প নিয়েই এগিয়েছে নাটকটির কাহিনী। নাটকটির শুটিং হয়েছে পুবাইলে। এটি রচনা ও পরিচালনা করছেন হিমু আকরাম।

পরিচালক হিমু আকরাম বলেন, ‘আমার খুব পছন্দের ও চেনা গল্প এটি। এই গল্পে গ্রামের কিছু অদ্ভুত চরিত্র দেখা যাবে। যাদের জীবন সিনেমার মতোই রঙিন।’

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, প্রিয়া আমান, শাহনাজ খুশি, নাদিয়া, দিহান, ফারুক আহমেদ, আ খ ম হাসান, হাসান মাসুদসহ অনেকে। প্রতি সোম ও মঙ্গলবার রাত ৭টা ৩০ মিনিটে আরটিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটকটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১