বাংলাদেশের খবর

আপডেট : ০৭ May ২০১৮

ভুয়া শাশ্বত!


অমায়িক, ভালো মানুষ হিসেবে পরিচিত অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তিনি নাকি বেছে বেছে মহিলাদের বিভিন্ন রকম মেসেজ পাঠাচ্ছেন! তার নামে এমনই এক ভুয়া প্রোফাইলের খোঁজ মিলেছে সম্প্রতি।

ঘটনাটি জানার পর শাশ্বতর নামে যে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে, তা বুঝতে বিন্দুমাত্র সময় লাগেনি অভিনেতার স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায়ের। শুক্রবার রাতে বিষয়টি তার নজরে আসে।

মহুয়া কলকাতার এক সংবাদমাধ্যমকে জানান, শুক্রবার রাতে মুম্বাই থেকে এক সাংবাদিক তাকে ফোন করে জানান, তার স্ত্রীর কাছে শাশ্বত চট্টোপাধ্যায়ের নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন রকম প্রস্তাব এসেছে। কখনো মহিলার ছবি চাওয়া হয়েছে, কখনো বা কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই ফেক অ্যাকাউন্ট থেকে আরো অনেক মহিলাকে এ ধরনের প্রস্তাব পাঠানো হয়েছে।

পুরো ঘটনায় অবাক হয়ে যান মহুয়া। মহুয়ার দাবি, শাশ্বত শুটিংয়ে ব্যস্ত। তিনি এখনো কিছুই জানেন না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১