আপডেট : ০৫ May ২০১৮
ফেনীতে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কাজীরবাগ গ্রামের রাজার দোকান এলাকায় ফেনী-পরশুরাম সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী বলেন, লক্ষ্মীপুরের রামগতি থেকে মাইক্রোবাসটি চট্টগ্রাম যাচ্ছিল। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কসকায় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই মাইনুর বেগম ও তার মেয়ে জারজানা আক্তার নিহত হন। এদিকে ময়নাতদন্তের জন্য দুর্ঘটনায় নিহত মা ও মেয়ের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহত ব্যক্তিদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১