বাংলাদেশের খবর

আপডেট : ০৫ May ২০১৮

বিদায় বলিউড!

বলিউড তারকা সোনম কাপুর সংরক্ষিত ছবি


বলিউড থেকে বিদায় নেবেন সোনম কাপুর। তবে এখনই নয়, বিয়ের পর। এমন গুঞ্জনই উঠেছে বলিউডে। বলিউড ছেড়ে স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমাবেন এ অভিনেত্রী। লন্ডনে অ্যাপার্টমেন্টও নাকি কিনেছেন তারা। ধারণা করা হচ্ছে, সেখানেই বসবাস করবেন সোনম। এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

প্রতিবেদনে প্রকাশ, ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সোনম কাপুর। ৬ মে অনুষ্ঠিত হবে সোনমের মেহেদি অনুষ্ঠান। তারপর ৮ মে সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা। হিন্দু রীতিতে ভারতের মুম্বাইতেই হবে এ অনুষ্ঠান দুটি।

জানা গেছে, ২০১৪ সালে এক বান্ধবীর মাধ্যমে আনন্দের সঙ্গে পরিচয় হয় সোনমের। দিল্লিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের স্কুলের ছাত্র ছিলেন আনন্দ আহুজা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার হেয়ারটন স্কুল থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। জনপ্রিয় অনলাইন প্রতিষ্ঠান অ্যামাজনে ইন্টার্ন করেছেন কিছুদিন। তারপর ভারতে ফিরে বাবার প্রতিষ্ঠানে যোগদান করেন তিনি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১