বাংলাদেশের খবর

আপডেট : ০৩ May ২০১৮

আজ ‘মিথ্যার মৃত্যু’


ফারিয়া একজন সুপারস্টার, যার অভিনয়গুণের কারণে ভক্ত হয়ে যান শিল্পপতি আসিফ। ফারিয়ার ভালো খবরে আসিফ প্রচণ্ড খুশি হন এবং নেগেটিভ নিউজে খুব হতাশ হয়ে পড়েন। কারণ খুঁজতে থাকেন কেন তার প্রিয় মানুষটির নামে এত বাজে নিউজ। তাই তিনি ফারিয়ার মোবাইল নম্বর সংগ্রহ করে তার সঙ্গে যোগাযোগ করে দেখা করতে চাইলে ফারিয়া প্রচণ্ড রিঅ্যাক্ট করেন। আসিফের মন খারাপ হয়ে যায়। কিন্তু আসিফ নাছোড়বান্দা। তিনি ফারিয়ার নেগেটিভ নিউজ হওয়ার কারণ উদঘাটন করবেনই। তাই প্ল্যান করে ফারিয়ার ড্রাইভার ইউনুসকে হাত করে ফারিয়ার ড্রাইভার বনে যান। এরপর উদঘাটন করেন ফারিয়ার নেগেটিভ নিউজ হওয়ার পেছনের মানুষটি আর কেউ নন তার বয়ফ্রেন্ড ইমরান। ইমরান আসিফকে ফারিয়ার ড্রাইভার দেখে অবাক হয়ে যান। আসিফও ইমরানকে দেখে অবাক হন। ঘটতে থাকে রহস্যজনক ঘটনা।

এমনটাই দেখা যাবে ‘মিথ্যার মৃত্যু’ নাটকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। আসিফ ও ফারিয়ার চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও অপর্ণা ঘোষ। আজ রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১