বাংলাদেশের খবর

আপডেট : ০১ May ২০১৮

মম’র আপন আলয়


সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নির্মিত হয়েছে নাটক ‘আপন আলয়’। গল্পে দেখা যাবে, বিয়ের পর প্রিয়ম তার শাশুড়ির মন জয় করার জন্য আপ্রাণ চেষ্টা করে যায়। একটা সময় পর শাশুড়ি তাদের আলাদা হয়ে যেতে বলে। পারিবারিক টানাপড়েনের এই গল্পে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইরফান সাজ্জাদ, ডলি জহুর প্রমুখ। আলফার্ড এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তানিন রহমান।

নাটকটিতে একটি মৌলিক গান রয়েছে যার সঙ্গীত পরিচালনা করছেন নাহিদ নোমান অরূপ। গেয়েছেন রাফি আহমেদ।

নাটকটি সম্পর্কে মম বলেছেন, ইদানীং পারিবারিক গল্পগুলো আবারো হচ্ছে। তবে এবার একটু ভিন্নতার ছোঁয়া দেখা যাচ্ছে। আর এই নাটকটিতে কাজ করে বহুদিন পর এক ভিন্ন ভালো লাগা কাজ করেছে।

গাজী টিভির ড্রামা আওয়ারে শিগগিরই নাটকটি প্রচার হবে বলে পরিচালক তানিন রহমান জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১