বাংলাদেশের খবর

আপডেট : ০১ May ২০১৮

চলে যাওয়া মানে প্রস্থান নয়


হলিউডের ‘হটেস্ট কাপল’ খ্যাত জাইন মালিক এবং গিগি হাদিদের বিচ্ছেদের ঘটনা সবারই জানা। বিচ্ছেদের পর একজন অন্যজনকে ছেড়ে ভিন্ন পথে হেঁটেছিলেন। পরিস্থিতি পর্যবেক্ষণে অনেকেই ভেবেছিলেন, এই দুজনের পুনর্মিলন অনেকটাই রূপকথার গল্পের মতো। তারা কখনই আর একত্রিত হবেন না।

কিন্তু হালের খবর ভিন্ন। বিশ্লেষকদের বুড়ো আঙুল দেখিয়ে আবার প্রণয়ের পথে হাঁটলেন জাইন-গিগি। শুধু তাই নয়, রোববার নিউইয়র্কের সোহো স্ট্রিটের ব্যস্ততম রাস্তায় তারা একে অন্যকে চুম্বনও করেছেন। তাদের এই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে হলিউডলাইফ ডটকম।

গিগির অভিমানের বরফ গলাতে বেশ খানিকটা পথ হেঁটেছেন জাইন। এর আগে তিনি জানিয়েছিলেন যে, গিগিকে তিনি এখনো সর্বোচ্চ বিশ্বাস করেন। গিগি তার জীবনের অনুপ্রেরণা। গিগি তাকে প্রতিদিন কোনো না কোনোভাবে সাহায্য করেছেন। তার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পাচ্ছেন জাইন। গিগি সত্যিই অসাধারণ হৃদয়ের অধিকারী।

এসব গিগির কানে পৌঁছাতে বেশি সময় লাগেনি। আর কাঠের পুতুলও নাকি প্রশংসা পছন্দ করে। ব্যাস, গিগি গলে মোম। তাই নিউইয়র্কের রাস্তায় চিত্রিত হলো কবিতার সেই লাইন-‘চলে যাওয়া মানে প্রস্থান নয়’। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১