আপডেট : ৩০ April ২০১৮
চেয়ারম্যান পদে নির্বাচন করছেন অভিনেতা মীর সাব্বির। তার মার্কা মুরগি। কালীগঞ্জ উপজেলার ৮ নম্বর নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন তিনি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফজলুর রহমান বাবু ও ফারহানা মিলি। তাদের মার্কা তালগাছ ও আনারস। তবে তাদের এ নির্বাচন বাস্তবে নয়, পর্দায়। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘কাগজের ফুল’ নাটকে দেখা যাবে তাদের। এমনটাই জানিয়েছেন নির্মাতা। নাটকের গল্পে মীর সাব্বির ও মিলিকে হাসনাত ও জবা নামে দেখা যাবে। তাদের মধ্যে প্রেম। একে অপরকে বিয়ে করতে চান তারা। বিয়ের আগে সিদ্ধান্ত নেন তারা নির্বাচন করে গ্রামের চেয়ারম্যানকে দেখিয়ে দেবেন। ঘটনাক্রমে চেয়ারম্যান ফজলুর রহমান বাবু অসুস্থ হয়ে পড়েন। বদলি হিসেবে তার মেয়ে দাঁড়ান নির্বাচনে। গল্প মোড় নেয় অন্যদিকে। ভিন্ন গল্পের এ নাটকটি বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১