বাংলাদেশের খবর

আপডেট : ২৯ April ২০১৮

পুঁজিবাজারের উন্নতিতে বিএমবিএ’র ভূমিকা অনেক বেশি

রাজধানীর একটি হোটেলে বিএমবিএ’র নতুন অফিস, ওয়েবসাইট উদ্বোধন ও লোগো উম্মোচন করেন বিএসইউসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন ছবি- বাংলাদেশের খবর


মার্চেন্ট ব্যাংকগুলো বিভিন্ন কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্তি নিয়ে কাজ করে। তাই পুঁজিবাজারের উন্নতিতে এসব ব্যাংকের ভূমিকা অনেক বেশি। সঠিকভাবে আর্থিক প্রতিবেদন ও কর্মকাণ্ড বিশ্লেষণের মাধ্যমে কোনো কোম্পানিকে বাজারে আনা হলে বিনিয়োগকারীসহ সবাই উপকৃত হয়। এক্ষেত্রে যারা ইস্যু না আনতে পেরে নিষ্ক্রিয় আছে, যৌথভাবে ইস্যু আনার মাধ্যমে তাদের সক্রিয় করার ব্যবস্থা করতে হবে। এতে বাজারে গতি আসবে।

গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে বিএমবিএ’র নতুন অফিস, ওয়েবসাইট উদ্বোধন ও লোগো উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।

বিএসইসির চেয়ারম্যান আরো বলেন, দীর্ঘমেয়াদি অর্থায়নের বড় ক্ষেত্র পুঁজিবাজার। একটি শক্ত পুঁজিবাজার দাঁড় করানো হলে প্রচুর বিদেশি বিনিয়োগ বাড়বে। এ ছাড়া কৌশলগত বিনিয়োগ ইস্যুতেও অনেক বিনিয়োগ আসবে। বহু বিদেশি প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করবে। পাশাপাশি একটা সময়ে তাদের কেউ কেউ এই বাজারে তালিকাভুক্ত হবে। এতে পুঁজিবাজারের গভীরতা বাড়বে। পুঁজিবাজারের উন্নয়নে তিনি সব স্টেকহোল্ডারকে নিয়ে কাজ করবেন বলেও জানান।

বিএমবিএ সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিবিএ সভাপতি মোস্তাক আহমেদ সাদেক, ডিএসই পরিচালক মিনহাজ মান্নান, আহমেদ রশিদ লালী, শাকিল রিজভী, সাবেক বিএমবিএ সভাপতি ছায়েদুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১