আপডেট : ২৯ April ২০১৮
প্রায় বছরখানেক পর অভিনয়ে ফিরলেন ফেরদৌসী মজুমদার। ‘জগৎ সংসার’ শিরোনামের একটি নাটকে অভিনয় করার মাধ্যমে ফিরেছেন তিনি। নাটকটি রচনা করেছেন আহসান হাবীব সকাল। পরিচালনা করেছেন রিদম খান শাহীন। নাটকে ‘রেণু বেগম’ নামের চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার। নাটকের গল্পে দেখা যাবে, রেণু বেগম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন খালি পায়ে। কিছুক্ষণ পর তিনি এক মুচির কাছে আসেন তার জুতাজোড়া ঠিক করে দেওয়ার জন্য। কিন্তু মুচি না করে দেন। কারণ, এর আগে এই জুতাজোড়া তিনি তেত্রিশবার সেলাই করেছেন। এ নিয়ে চলতে থাকে ‘জগৎ সংসার’। ফেরদৌসী মজুমদার বলেন, ‘ভিন্ন ধরনের একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ হয়েছে। আমার চরিত্রটির মধ্যে বেশ নতুনত্ব রয়েছে। আমি এখন আগের মতো অভিনয় করছি না। ভালো লাগার মতো গল্প পেলে করি। এই নাটকের গল্পটি ভালো লেগেছে। নাটকটিও আশা করছি সবার ভালো লাগবে।’ নাটকটিতে আরো অভিনয় করেছেন তৌকীর আহমেদ, ফারজানা ছবি, সুষমা সরকার প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১