আপডেট : ২৭ April ২০১৮
ছোটপর্দার জনপ্রিয় মুখ মাসুমা রহমান নাবিলার বিয়ে সম্পন্ন হলো গতকাল বৃহস্পতিবার। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পাত্র জোবাইদুল হকের সঙ্গে বিয়েতে দুই পরিবারের আত্মীয়স্বজন ছাড়াও উপস্থিত ছিলেন শোবিজের অনেক তারকা। গত ২৩ এপ্রিল গুলশানে নাবিলার গায়ে হলুদ সম্পন্ন হয়। সেখানেও নাবিলার আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজন ছাড়াও উপস্থিত ছিলেন শোবিজ তারকারা। নাবিলা জানিয়েছেন, দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়। নাবিলা ও জোবাইদুল একে অপরের দীর্ঘদিনের বন্ধু। তারা শৈশব থেকেই পরিচিত এবং একই স্কুলে পড়াশোনা করেছেন। বিয়ের পর স্বামীর সঙ্গে ম্যানচেস্টারে যাবেন নাবিলা। তবে নাবিলা জানিয়েছেন, এটি তাদের হানিমুন নয়। মূলত তার স্বামীর অফিসিয়াল কাজে যেতে হবে সেখানে। নাবিলা জীবনের একটি দীর্ঘ সময় কাটিয়েছেন সৌদি আরবে। বাবার চাকরির সুবাদে প্রায় ১৫ বছর সেখানে থাকতে হয়েছে তাকে। পরে দেশে ফিরে টিভি উপস্থাপনা শুরু করেন। সেটা ২০০৬ সালে। তিনি অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১