আপডেট : ২৭ April ২০১৮
দীর্ঘদিন পর এক মঞ্চে গাইবে মাইলস, এলআরবি ও আর্ক। তাদের সঙ্গে থাকবে আর্বোভাইরাস। ‘রক দ্য সিটি’ শিরোনামের বৈশাখী কনসার্টে গাইবে তারা। আজ বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির এক্সপো জোনে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। প্রাণ বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার আশফাকুর রহমান রবিন বলেন, ‘বৈশাখ বাঙালির ঐতিহ্য। বৈশাখকে কেন্দ্র করে সবাই নানা আয়োজনে মেতে ওঠে। এবার বৈশাখকে রঙিন করে তুলতেই এই কনসার্টের আয়োজন করেছি। আশা করছি সবাই উপভোগ করবেন কনসার্টটি।’ ‘রক অন ঢাকা’ শিরোনামে গেল বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় একটি কনসার্ট। তারই ধারাবাহিকতায় মার্চ মাসে অনুষ্ঠিত হয়েছিল ‘রক অন ঢাকা টু’। এবার অনুষ্ঠিত হচ্ছে ‘রক দ্য সিটি’।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১