বাংলাদেশের খবর

আপডেট : ২৬ April ২০১৮

একজন ফিনিশারের দায়িত্ব শেষ পর্যন্ত ক্রিজে থাকা : ধোনি


কথায় অাছে ক্যাচ মিস তো ম্যাচ মিস! তাই অামবতি রায়ডুর সহজ ক্যাচটা যখন উমেশ যাদব মিস করলেন তখন অনেকেই ধরে নিয়েছিলেন এটাই হয়তো ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে। কিছুক্ষণ পরে রায়ডুকে রান আউট করে উমেশ ভুলের ‘প্রায়শ্চিত্য’ করেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সমর্থকরা তখন জয়ের আশা উজ্জ্বল দেখলেও চেন্নাই সমর্থকেরা জানতেন ম্যাচ এখনও হাতের বাইরে যায়নি। কারণ ক্রিজে যিনি আছেন তার নাম মহেন্দ্র সিংহ ধোনি।

বুধবার আইপিএলের হাড্ডাহাড্ডি ম্যাচে জিতে চেন্নাই সমর্থকদের আশা পূরণও করলেন এই ক্রিকেটার। ম্যাচ শেষে অনুভূতি প্রকাশে আনন্দবাজার পত্রিকাকে ধোনি বললেন, ‘জয় কিংবা পরাজয় যাই হোক না কেন একজন ফিনিশারের দায়িত্ব শেষ পর্যন্ত ক্রিজে থাকা। সেই কাজটাই করেছি।’ তবে এবি ডিভিলিয়ার্সের ঝড় তোলার পরেও এই জয়ের কৃতিত্ব রায়ডুকেও দিচ্ছেন  ধোনি। ধোনি বলেন, ‘এবির ইনিংস দেখেই মনে হয়েছিল আমরা ১৫ রান বেশি দিয়ে ফেলেছি। রায়ডু অসাধারণ একটা ইনিংস খেলে গেল। বড় মাঠে ওর কিছুটা সমস্যা হলেও, ছোট মাঠের জন্য ও আদর্শ ক্রিকেটার। আমাদের ব্যাটিং বিভাগে ওর উপস্থিতি তাই এত গুরুত্বপূর্ণ।’

আরসিবি অধিনায়ক বিরাট কোহালি অবশ্য বোলারদের ব্যর্থতাকেই হারের কারণ হিসেবে দেখছেন। কোহালি বলেছেন, ‘এ ম্যাচ হারার কোনও ক্ষমা নেই।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১