আপডেট : ২৬ April ২০১৮
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের ক্ষমতাসীন রাজনৈতিক দল পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সাবেক নেতা গোলাম নবী প্যাটেলকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলায় তার গাড়ি লক্ষ্য করে গুলি চালালে মারা যান তিনি। এনডিটিভির খবর। এনডিটিভি জানায়, গতকাল বুধবার বিকালে জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলার রাজপুরা চৌক এলাকায় প্যাটেলের গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গোলাম নবী প্যাটেলকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলছে, ওই ঘটনার সময় গাড়িতে প্যাটেলের দুই ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী ছিলেন। গুলিতে তারাও আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। প্যাটেল গত বছর পিডিপির জেনারেল সেক্রেটারি ছিলেন। জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এ হত্যাকাণ্ডের নিন্দা ও তার পরিবারের সদস্যদের প্রতি জানিয়েছেন। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১